অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে। উপন্যাসটি লিখেছেন মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।
এতে বলা হয়, ডিভাইন ডেসটিনি উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন।
বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি আজ বাংলাদেশে আসতে পারেন। বাসস।
Discussion about this post