নিজস্ব প্রতিবেদক
দেশের নতুন প্রজন্মের মধ্যে যৌক্তিকভাবে চিন্তা করার প্রবণতা তৈরি করার জন্য গণিত শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় প্রকাশনা সংস্থা আদর্শ’র আয়োজনে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘গণিতমুখী প্রজন্ম গঠনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত চমক হাসান বলেন, ‘সবার কাছে গণিতকে আনন্দময় করে তুলতেই আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।’এ সময় চমক হাসানের ‘নিবিড় গণিত’ এবং ফিরোজা বহ্নির ‘হাঁটি হাঁটি পা পা’ বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে চমক হাসান ও ফিরোজা বহ্নি সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ ও আদর্শ’র প্রকাশক মাহাবুব রাহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিউর রহমান লাল্টু।
Discussion about this post