শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের উত্তর না করলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তির সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শনিবার (২৭ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাস পত্রিকার এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা।
অনুষ্ঠানে ড. সমীরণ কুমার সাহা বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে গণিতের উত্তর না করলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয় দেওয়া হয়েছিল। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। এ বছর যারা গণিতের উত্তর করেনি তারা এবার ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয় পাবে না।
প্রসঙ্গত, এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি পরীক্ষায় গণিতের উত্তর না করলে ইঞ্জিনিয়ারিং বিষয় না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এর পূর্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তাদের দাবী জানায়। শীঘ্রই গুচ্ছভূক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এই দাবী মেনে নেবে বলে আশা প্রকাশ করছে আবেদনকারী শিক্ষার্থীরা ।
Discussion about this post