শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ওএমআর বাতিল হওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে পারে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। শিগগিরই বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষায় দেড় হাজারের বেশি ভর্তিচ্ছুর ওএমআর বাতিল হয়েছে। এদের মধ্যে যাদের ওএমআর বৃত্ত ভরাট সংক্রান্ত কিংবা রোল পূরণ সংক্রান্ত কারণে বাতিল হয়েছে তাদেরগুলো পুনর্বিবেচনা করা হবে। তবে কোন ধরনের ভুল পুনর্বিবেচনা করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ওই সূত্র আরও জানায়, ফল পুনর্মূল্যায়নের মতো ওএমআর বাতিল হওয়াদের আবেদন করতে হবে। এই আবেদনের কোনো ফি থাকবে কিনা সেটি নির্ধারিত হয়নি। আবেদনের পর ভর্তিচ্ছুদের ওএমআর হাতে হাতে দেখা হবে। যে ওএমআরগুলোতে ত্রুটির পরিমাণ কম সেগুলো পুনর্বিবেচনা করে ফল প্রকাশ করা হবে।
Discussion about this post