নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলার নিজ এলাকা রৌমারীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার নিজ নির্বাচনি এলাকা রৌমারী উপজেলার শৌলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নের শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী। দুটি ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ডাল ও সাবানসহ অন্যান্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই মহাদুর্যোগে সবার সহযোগিতার জন্য সরকার পাশে আছে ও থাকবে। একজন মানুষও অনাহারে থাকবে না।’
Discussion about this post