নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট ও সেশনজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনিযুক্ত উপাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, জাবি শাখা ছাত্রলীগ, জাবি ছাত্র ইউনিয়ন সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপাচার্য পদে নিয়োগ দানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপাচার্য বলেন, ”শীঘ্রই সমাবর্তন আয়োজনে তিনি মহামান্য চ্যান্সেলরের অনুমতি প্রার্থনা করবেন। সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হবে। অচিরেই নব নির্মিত দু’টি আবাসিক হল উদ্বোধন করা হবে। এর ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে ‘। নব নির্মিত অপর ৪ টি হল উদ্বোধনের পর এ বিশ্ববিদ্যালয় থেকে ‘গণরুম’ সংস্কৃতির অবসান হবে বলেও মনে করেন তিনি।
অধ্যাপক নূরুল আলম আরও বলেন, বিশ্বসেরা ২ ভাগ বিজ্ঞানীদের মধ্যে জাবির শিক্ষক-শিক্ষার্থীরাও রয়েছেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। তবে যারা গবেষণা করেন ও গবেষণা নিবন্ধ প্রকাশ করে থাকেন তারা যদি ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে এগুলো প্রকাশ করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে সেটি ভূমিকা রাখবে।
সভায় নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সম্পাদক অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ,অনুষদসমূহের ডিন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১০ টায় নবনিযুক্ত উপাচার্য ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বেলা ১১ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
Discussion about this post