নিজস্ব প্রতিবেদক
চলমান এসএসসি-২০২২ পরীক্ষার ছয়টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বোর্ডের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।
আদেশে বলা হয়েছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষা-২০২২ এর স্থগিতকৃত ০৪টি বিষয় যথাক্রমে গণিত (আবশ্যিক)-১০৯, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৬, কৃষি শিক্ষা (তত্ত্বীয়)-১৩৪, রসায়ন (তত্ত্বীয়)-১৩৭) এবং আরো ০২টি বিষয় জীব বিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৮ ও উচ্চতর গণিত (তত্ত্বীয়)-১২৬ সহ মোট ০৬টি বিষয়ের ইতোপূর্বে সরবরাহকৃত প্রশ্নপত্র বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উক্ত বাতিলকৃত প্রশ্নপত্রসমূহ ট্রেজারী অফিসসমূহে কঠোর নিরাপত্তার সাথে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। যথাসময়ে উক্ত বিষয়সমূহের নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হবে।
Discussion about this post