অনলাইন ডেস্ক
সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায়।
তিনি বলেন, করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এর আগে গত রোববার উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি করতোয়া নদীতে ডুবে যায়। নৌকার ডুবি ডুবি অবস্থা দেখে মাঝি তীরে ফেরার চেষ্টা করলেও তা আএ হয়ে ওঠেনি।
Discussion about this post