নিজস্ব প্রতিবেদক
অবশেষে উচ্চশিক্ষা গ্রহণের তার দীর্ঘদিনের আশা পূরণ হলো ৫৫ বছর বয়সী বেলায়েত শেখের। উচ্চশিক্ষা গ্রহণের জন্য রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে গত রোববার ভর্তি হয়েছেন তিনি।
জানা গেছে, রাজধানীর বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কলাবাগান শাখায় সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছেন বেলায়েত। ভর্তি হতে তার ১৫ হাজার ৬০০ টাকা লেগেছে। গাজীপুর থেকে এসেই ক্লাস করবেন তিনি। সোমবার বিশ্ববিদ্যালয় জীবনে তার প্রথম ক্লাস করেন তিনি।
বেলায়েত জানান, আল্লাহর অশেষ রহমতে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। গতকালই স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার বাবা না থাকায় ভর্তির সময় বাবার দায়িত্ব পালন করেছেন, আমার ভাতিজা উপসচিব ডক্টর এস এম সেলিম রেজা।
তিনি আরও বলেন, আমি একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই, শিক্ষার কোন বয়স নেই। যে কেউ চেষ্টা করলে সফল হতে পারে।
এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, অনেকগুলো কারণে আমি এখানে ভর্তি হয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার টিউশন ফি’র ওপর ৬০ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া আমি বাড়ি থেকে ক্লাস করতে পারব।
এর আগে বেলায়েত শেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। উচ্চশিক্ষা গ্রহণের জেদে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হন বেলায়েত শেখ। এরপর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি শুরু করেন তিনি। এরই মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিলেও সফল হতে পারেননি তিনি। এরপর রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়্ উত্তীর্ণ হন তিনি ।
বেলায়েত শেখের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। পরিবারে তার দুই ছেলে ও এক মেয়ে আছে। বড় ছেলে ব্যবসা করছেন। ছোট ছেলে শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন। এছাড়া বেলায়েত একটি দৈনিক পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
Discussion about this post