নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞানের মারজান হোসাইন নামে এক শিক্ষার্থী বিষধর সাপের ছোবলে আহত হয়েছেন রবিবার (০৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলসংলগ্ন একটি কটেজে এ ঘটনা ঘটে।সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক। তাঁকে চিকিৎসার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম জানিয়েছেন, মারজানকে বিষধর সবুজ বোড়া সাপ ছোবল দিয়েছে। তবে বিষের মাত্রা কম ছিল বলে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ডাক্তারদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বর্তমানে রোগী নিরাপদ।
তিনি বলেন, সাপটির নাম সবুজ বোড়া, ইংরেজিতে এটিকে Green Pit Viper সাপ বলে। এটি বিষধর, এর বিষে অনেক সময় ব্লাড সেল নষ্ট হয়ে যায় এবং রক্ত চলাচলে সমস্যা হয়। তাই সাপ ছোবল দিলে শরীরে কোনো ধরনের বাঁধ দিতে নিষেধ করা হয়। মৃত্যুঝুঁকি কম থাকলেও এই সাপের কামড়ে অঙ্গহানি ও অতিরিক্ত রক্তপাত ঘটতে পারে।
পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আবাসিক হল, অনুষদ ভবন ও রাস্তাগুলো পাহাড়ঘেঁষা হওয়ায় তাই প্রায়ই দেখা মেলে নানা প্রজাতির সাপ।বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কসহ বিভিন্ন রাস্তায়ও বিভিন্ন প্রজাতির সাপের দেখা পাচ্ছেন পথচারীরা। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে সাপের কামড়ে অসুস্থদের চিকিৎসায় নেই কোনো ব্যবস্থা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হলে থাকা শিক্ষার্থীরা । এতে শিক্ষার্থ ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
Discussion about this post