শিক্ষার আলো ডেস্ক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের ২০২৩-এর তালিকায় স্থান পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন গবেষক। তালিকায় বিশ্বের ১৯ হাজার ৫১৫টি প্রতিষ্ঠানের ১০ লাখ ৮৭ হাজার ১৯৩ জন গবেষক স্থান পেয়েছেন। যেখানে বাংলাদেশের ১৬৭টি প্রতিষ্ঠানের ৪ হাজার ৬২৭ জন গবেষকও রয়েছেন।
তালিকায় ৩য় স্থানে রয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক আলী নেওয়াজ বাহার। পদার্থ বিজ্ঞান বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ১ম, বাংলাদেশে ৬ষ্ঠ, এশিয়ায় ২৪৩৪তম এবং বিশ্বে ১৩৬৮২তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ৫ম স্থানে রয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামান সোহাগ। ল্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশে ১ম, এশিয়ায় ৮৮তম এবং বিশ্বে ১৬৩৫তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ৭ম স্থানে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। পদার্থ বিজ্ঞান বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ২য়, বাংলাদেশে ২৪তম, এশিয়ায় ৫৪১৪তম এবং বিশ্বে ২৩৮৯২তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ৯ম স্থানে রয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ। কম্পিউটার সায়েন্স বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ২য়, বাংলাদেশে ৫৯তম, এশিয়ায় ৭৭৫৮তম এবং বিশ্বে ২৭১১১তম অবস্থানে আছেন তিনি।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ ক্যাটাগরিতে সকল গবেষকদের ভাগ করা হয়েছে। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।
Discussion about this post