নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার ( ২১ অক্টোবর ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করার জন্য ইএমএস নামে একটি সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। এটি দিয়ে পরীক্ষার্থীর হাজিরা ও উত্তরপত্র মূল্যায়নের পর পরীক্ষকদের নিকট থেকে গোপনীয়তা সহকারে তাৎক্ষণিকভাবে নম্বর সংগ্রহ করা যাবে।
অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ইন্টিগ্রেটেড সফ্টওয়্যার ব্যবহার করে বিগত ছয় মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫৩ হাজার ৪২টি অনলাইন সার্ভিস প্রদান করা হয়েছে। এছাড়াও কলেজ পরিদর্শন দপ্তরের অধিভুক্তি নবায়নের মোট ৬৬৭টি অনলাইন সেবা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ই-ফাইলের মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এতে কাজের গতি বৃদ্ধি ও ব্যয় সাশ্রয় নিশ্চিত হচ্ছে।
Discussion about this post