নিউজ ডেস্ক
আজ রোববার থেকে ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর হবে। চারটি বিশেষ বাণিজ্য এলাকায় ব্যাংক লেনদেনের সময় সময়সূচি এক ঘণ্টা বাড়িয়ে ২টা পর্যন্ত করা হয়েছে। এলাকাগুলো হলো ঢাকার মতিঝিল, দিলকুশা, চট্রগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে। এ চারটি বাণিজ্যিক এলকায় অবস্থিত সব ধরনের ব্যাংকের শাখা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘন্টা ব্যাংক লেনদেন হবে।
ব্যাংকের অন্যান্য কার্যক্রম শেষ করতে বেলা সাড়ে তিনটা পর্যন্ত শাখা খোলা রাখা যাবে। নতুন এ সময়সূচি আজ রোববার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে। অন্যান্য ব্যংকের সময়সূচি আগের অবস্থায়ই থাকবে। অর্থাৎ ১টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে বৃহস্পতিবার এক সার্কুলার লেটার জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপক আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত সার্কুলার লেটারটি সকল ব্যাংকের প্রধাননির্বাহীকে অবহিত করা হয়েছে।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৯ মার্চ থেকে সীমিত আকারে ব্যাংকিং লেনদেন শুরু হয়েছে। প্রথমে দুই ঘন্টা, পরে তিন ঘন্টা আবার তিন ঘন্টায় নামিয়ে আনা হয়।
Discussion about this post