নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সমাপ্ত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে ফলাফল তৈরীর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।
ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে নভেম্বরের শুরুতে একটি প্রস্তাব আন্তঃশিক্ষা সমন্বয়কারী বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব যাবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হয়। ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
Discussion about this post