শিক্ষার আলো ডেস্ক
লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)-র একাডেমিক নির্দেশনায় বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লন্ডন (ইউওএল)-এর কোর্স চালু করেছে এসটিএস গ্রুপের ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সের কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি শতভাগ অনুসরণ করবে ইউসিবি। প্রাথমিকভাবে ইউসিবিতে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট (বিএসসি), ফিন্যান্স (বিএসসি) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স (বিএসসি) কোর্সগুলো চালু হবে।
সাশ্রয়ী টিউশন ফি ছাড়াও মেধাবী শিক্ষার্থীরা ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাবে। এছাড়া শিক্ষার্থীরা ২০০টি দেশে ইউওএলের এক লাখের বেশি প্রাক্তন ছাত্রদের গ্লোবাল অ্যালামোনাইতেও জায়গা পাবে।
Discussion about this post