নিজস্ব প্রতিবেদক
শুক্রবার ( ২৮ অক্টোবর ) কক্সবাজারে ‘পর্যটন শিল্পের সঙ্গে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের যোগসূত্র বৃদ্ধি’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পড়াশোনা শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের জন্য নয়। এটি হতে হবে মানুষ হিসেবে তৈরির জন্য। যেন সে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি হয়ে নিজ জীবন এবং দেশের জন্য অবদান রাখতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। বহু পেশার ক্ষেত্রে, বৃত্তির ক্ষেত্রে আমাদের মানসিক দৈনতা আছে। সেটিকে কাটিয়ে উঠতে হবে। এর ফলে এই সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি হবে। সেটি করতে পারলেই দেশ ও দেশের বাইরে আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারব। এজন্য শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দফতরের পরিচালক আবদুল মালেক সরকার প্রমুখ।
কর্মশালায় টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
Discussion about this post