নিজস্ব প্রতিবেদক
সৌর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। আজ সমঝোতা চুক্তিটি সই হয়েছে। বুয়েট মিলনায়তনে বুয়েটের পক্ষে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর তানজিদুল আলম এই সমঝোতা চুক্তি সই করেন। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমবে পাশাপাশি পরিবেশ দূষণ কমে যাবে।
এই চুক্তি অনুযায়ী বুয়েটের ২৪টি বিল্ডিং এর ৩ লাখ স্কয়ার ফিট ছাদে সোলার প্যানেল স্থাপন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার। এই প্যানেলগুলো থেকে বছরে ৪ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
এই বিদ্যুৎ ন্যাশনাল গ্রীডে সরবরাহ করা হবে। অন্যদিকে, বুয়েট বিদ্যুৎ পাবে সাশ্রয়ী রেটে। এতে বুয়েটের বছরে ৬০ লাখ টাকা সাশ্রয় হবে।
Discussion about this post