নিজস্ব প্রতিবেদক
গতকালই প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল । এখন শিক্ষার্থীদের ভাবনা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া। বরাবরের মতো এবারও একাদশে ভর্তি হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই।
সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান। তিনি বলেন, ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, অনলাইনে হবে ভর্তির কাজ।
শিক্ষামন্ত্রী বলেন, একাদশে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যতিক্রম হবে না।
ভর্তিতে আসন সংকট হওয়ার কোনো কারণ নেই এবং যত শিক্ষার্থী পাস করে তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে বলেও জানিয়েছেন দীপু মনি।
প্রসঙ্গত, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাশের পাসের হার ৮৭ দশমিক ৪৪। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, যশোর বোর্ডে ৯৫.৩, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮, বরিশাল বোর্ডে ৮৯.৬১, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪, সিলেট বোর্ডে ৭৮.৮২, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ ও ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ।
Discussion about this post