শিক্ষার আলো ডেস্ক
ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া (ইউআই)’ প্রতিবছরই বিশ্বসেরা পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসের (বিশ্ববিদ্যালয়) তালিকা প্রকাশ করে থাকে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২২’ শীর্ষক বিশ্বের ৮৫টি দেশের ১ হাজার ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত বছরের মতো এবারও বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ নিয়ে টানা ৬ষ্ঠ বারের মতো শীর্ষস্থান অর্জন করল বিশ্ববিদ্যালয়টি। যদিও তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান এবার পিছিয়ে। এবার বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৯১তম। গতবার ছিল ১৭৫তম।
এছাড়া বাংলাদেশের আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান রয়েছে তালিকায়। সেটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এই বিশ্ববিদ্যালয়টি টানা ৪র্থ বারের মতো সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি পেল। তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৫৪তম। তবে তালিকায় এবারও কোন সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি।
আয়োজকরা জানিয়েছে, এই র্যাংকিংয়ের লক্ষ্য হলো বর্তমান পরিস্থিতি এবং সারা বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিন ক্যাম্পাস এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত নীতিমালার প্রতিফলন সমূহের ফলাফল প্রকাশ করা।
প্রতিবছর মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এই র্যাংকিং প্রকাশ করা হয়। মানদণ্ডগুলো হলো- অবকাঠামো (১৫ শতাংশ), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১ শতাংশ) আবর্জনা (১৮ শতাংশ), পানি (১০ শতাংশ), পরিবহন (১৮ শতাংশ) এবং শিক্ষা-গবেষণা (১৮ শতাংশ)।
এসব মানদণ্ডে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোট ৭৬৬০ স্কোর এবং আইইউবিএটি ৭২৪৫ স্কোর অর্জন করেছে।
গতবারের মতো এবারও ৯৩০০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ। ৯১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নটিংহাম।
জানা যায়, ২০১০ সালে ৩৫টি দেশের ৯৫টি বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বপ্রথম ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং প্রকাশ করা হয়। এরপর থেকে বাড়তে থাকে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। ২০২০ সালের র্যাংকিংয়ে ৮৪টি দেশের ৯২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ২০২১ সালে ৮০টি দেশের ৯৫৬টি বিশ্ববিদ্যালয় এতে অংশগ্রহণ করে।
Discussion about this post