নিজস্ব প্রতিবেদক
“বইয়ে স্পষ্ট বলা হয়েছে বানর থেকে মানুষ হয়নি। কিন্তু এটাকে উল্টো বোঝাতে কিছু ধর্মীয় বক্তা মিথ্যাচার করে যাচ্ছেন। সমকামীতা, পর্দা প্রথা বিরোধী, ইসলাম বিরোধী কোনো কিছু বইতে দেয়া হয়নি। এসব গুজব থেকে দেশকে রক্ষা করতে হবে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে”।
আজ সোমবার (৩০ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি একথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২২ সালে করোনার চরম ক্ষতিগ্রস্থতার পরও কাগজের সংকট, বিদ্যুৎ সংকট মোকাবিলা করে নতুন বছরে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পেরেছি। আমরা ইসলামসহ পর্দা প্রথাকে হেয় করছি। বৌদ্ধ, খৃষ্টান, হিন্দুত্ববাদ, সমকামীতা, পৌত্তলিকতাসহ বিভিন্ন মন্দির, গীর্জা বইয়ে স্থান দিয়েছি। এগুলো একটাও সত্য তথ্য নয়।
তিনি আরও বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার জন্য প্রয়োজন আধুনিক মাস্টারপ্ল্যান। স্মার্ট নাগরিকের জন্য প্রয়োজন স্মার্ট শিক্ষার। আর স্মার্ট শিক্ষার ফলেই দেশ হয়ে উঠবে উন্নত। আর স্মার্ট শিক্ষার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রণী ভুমিকা পালন করছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. এ এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মো. মুরশেদুল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, স্বর্ণপদক প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা।
Discussion about this post