শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । সামনে আসছে ভর্তি পরীক্ষার মহাযুদ্ধ । তবে এ বছর যে সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।। ফলে সকল শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকতে পারে অনেক আসন।
ইউজিসি ও ব্যানবেইস বলছে, দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন রয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৪৮৬টি। আর এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। সারাদেশে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। এ হিসাবে অন্তত পৌনে ৩ লাখ আসন খালি থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের একটি অংশ উচ্চশিক্ষার জন্য বিদেশেও পাড়ি দেন।
জানা গেছে, দেশের ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে আসন আছে ৬০ হাজার। বেসরকারি ১০৮টি বিশ্ববিদ্যালয়ে আছে ২ লাখ ৩ হাজার ৬৭৫টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ২১৫টি সরকারি ও বেসরকারি কলেজে ৮ লাখ ৭২ হাজার ৮১৫ আসন রয়েছে।
এ ছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭ হাজার ৭৫৬, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ৪৪০, মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ৫০০, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ২৩ হাজার ৩৩০, চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ৭ হাজার ২০৬টি, টেক্সটাইল কলেজে ৭২০, সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি ৫ হাজার ৬০০, ১৪টি মেরিন অ্যান্ড এরোনটিক্যাল কলেজে ৬৫৪, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠানে আরও ৩ হাজার ৫০০ এবং চটগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠানে ২৯০টি আসন আছে।
এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ; ২০২১ সালে এ হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ গতবছরের চেয়ে এবার পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ।
Discussion about this post