শিক্ষার আলো ডেস্ক
আগামী ২৪ ফেব্রুয়ারি স্যার জামাল নজরুল ইসলাম এর জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক সোসাইটি আয়োজন করতে যাচ্ছে বিশেষ এক অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে জামাল নজরুল ইসলাম স্যার এর জীবনী, বাংলাদেশের বিজ্ঞান অগ্রযাত্রায় তার ভূমিকা, তার গবেষণা কর্ম নিয়ে থাকছে নানা আলোচনা ও কিছু বিশেষ আয়োজন । উক্ত আয়োজনে থাকছে তিনটি সেগমেন্ট-
১. আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা
২. ভিডিও স্পীচ প্রেজেন্টেশন
৩.কুইজ প্রতিযোগিতা।
উক্ত সেগমেন্ট গুলোতে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের সকলেই অংশগ্রহণ করতে পারবেন।
প্রথম সেগমেন্ট ‘আর্টিকেল রাইটিং প্রতিযোগিতার বিষয়ঃ বিজ্ঞানের অগ্রযাত্রায় জামাল নজরুল ইসলাম স্যারের ভূমিকা।
আর্টিকেল জমা দেওয়ার সময়সীমাঃ ২০শে ফেব্রুয়ারী, ২০২৩, রাত ১২ঃ০০ ঘটিকা।
দ্বিতীয় সেগমেন্ট ‘ ভিডিও স্পীচ প্রেজেন্টেশন ’-
১.একটি ভিডিও ক্লিপ জামাল নজরুল ইসলাম স্যারকে (স্যারের জীবন, গবেষণা, আবিষ্কার, অর্জন) নিয়ে স্পীচ উপস্থাপন করে বানাতে হবে।
২. ভিডিওটি অবশ্যই ৩-৩:৩০ মিনিটের ভিতরে করতে হবে।
৩.ভিডিও ক্লিপটি গুগল ড্রাইভে আপ্লোড করে আপ্লোড লিঙ্কটি গুগল ফর্মে ড্রাইভ লিঙ্কটি দিতে হবে।
ভিডিও লিংক দেওয়ার সময়সীমাঃ ২০ ফেব্রুয়ারী,২০২৩, রাত ১২ ঘটিকা।
বিজয়ীদের জন্য রয়েছে প্রাইজমানি সহ আকর্ষণীয় পুরষ্কার। এর মধ্যে নির্বাচিত ৫ জন ভিডিও ক্লিপের বিষয়বলি ইভেন্টের দিন বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করার সুযোগ পাবেন ।
এই ইভেন্টের সর্বশেষ ও তৃতীয় সেগমেন্ট হলো ‘কুইজ প্রতিযোগিতা’। ইভেন্টের দিন বিশেষ অতিথিদের বক্তৃতা , জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে সবার জানা বিষয়ের মাঝেই নানা বিষয় নিয়ে কুইজ আয়োজন করা হবে ।
প্রত্যেক সেগমেন্টের সকল বিজয়ীদেরকে ইভেন্টের দিন অফলাইনে পুরস্কৃত করা হবে। এই ইভেন্টটি সকলের জন্য উন্মুক্ত, বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
Discussion about this post