নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত মেরিটাইম মিউজিয়াম ও সিআরবি,চট্টগ্রামে চারুলিপি-3D Charulipi-3D ক্যালিগ্রাফি & আর্ট স্কুল এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ বাংলা ক্যালিগ্রাফি পেইন্টিং, আউটডোর পেইন্টিং ক্যাম্প ও প্রদর্শনী ২০২৩। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং., শনিবার দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত ক্যালিগ্রাফার ও শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদী।
সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ বাংলা ক্যালিগ্রাফি পেইন্টিং আউটডোর ক্যাম্পে অংশ নেন ৬৩ জন শিল্পী।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদী শিল্পীদের উদ্দেশ্যে বলেন, “শিল্পীদের যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে প্রকৃৃতি থেকে রঙের টেকচার নিতে হবে’! এই ছাড়াও তিনি দিনব্যাপী শিল্পীদের বিভিন্ন রকমের পরামর্শ এবং অংকনের নানান রকমের কৌশল শিখিয়ে দেন।
তিনি আরও জানান, বর্তমানে চারুলিপি-3D তে বেশ কয়েকটা ক্যালিগ্রাফি কোর্স চালু রয়েছে যথাক্রমে- ১/ বাংলা ক্যালিগ্রাফি বেসিক কোর্স ২/ আরবি ও ইরেজি ক্যালিগ্রাফি বেসিক কোর্স ৩/ ক্যালিগ্রাফি পেইন্টিং একাডেমিক কোর্স ৪/ ছোটদের পেইন্টিং একাডেমিক কোর্স ৫/ হাতের সুন্দর লেখা শিখন । বর্তমানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মাদ্রাসা,স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আগ্রহসহকারে ক্যালিগ্রাফি শিখছে সাথে বয়স্করাও শিখছেন। বিশেষকরে চট্টগ্রামে চারুলিপি -3D ই প্রথম কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একাডেমিকভাবে বাংলা ক্যালিগ্রাফি শেখাচ্ছে। এছাড়া এটি হলো দেশের প্রথম বাংলা ক্যালিগ্রাফি স্কুল।
ক্যাম্পিং শেষে বিকাল ৫ টায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ মুহূর্তে শিল্পীদের আঁকা ক্যালিগ্রাফি পেইন্টিংগুলো শিরীষতলা, সিআরবি, চট্টগ্রামে আগত দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেয়া হয়। উপস্থিত দর্শকগণ পেইন্টিংগুলো আগ্রহের সাথে দেখেন এবং প্রশংসা করেন। অংশগ্রহণকারী নবীন শিল্পীরা ব্যতিক্রমী এই শিল্পের সাথে হাতেকলমে পরিচিত হতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।।
Discussion about this post