শিক্ষার আলো ডেস্ক
শিক্ষায় বিশেষ অবদান স্বরুপ এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম।
বুধবার (১ মার্চ) আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি (বিএসপিএস) তাকে এ সম্মানে ভূষিত করেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর দিল আফরোজা স্মার্ট শিক্ষা, স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি সরকারকে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ পরিকল্পনা প্রণয়নে একটি সভা আহ্বান করার অনুরোধ করেন। সভায় দেশের স্মার্ট এডুকেশনের জন্য কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটি আলোচনার দাবি জানান। ইউজিসির এ সদস্য নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল, মানবতাবাদী ও প্রযুক্তি জ্ঞানের অধিকারী নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগমের হাতে এই সম্মাননা তুলে দেন। শিক্ষা, আইন ও স্বাধীনতা যুদ্ধে অনবদ্য অবদানের জন্য দেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে সম্মাননা দিয়েছে বিএসপিএস।
বিএসপিএসের চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. শমসের আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসপিএস দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সংরক্ষণে বিভিন্ন গবেষণামূলক কাজ করে আসছে। এছাড়া, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দিবস পালন, সাহিত্য সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করে থাকে সংগঠনটি।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. দিল আফরোজা বেগম দ্বিতীয় মেয়াদে ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাওয়ার্ড, বীরশ্রেষ্ঠ পদক ও জন্তা ইন্টারন্যাশনাল সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার জন্য দুইবার আইইবি’র বেস্ট ডিভিশন এওয়ার্ড ও আইইবির আজীবন সম্মাননায় ভূষিত হন।
Discussion about this post