শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী নাফিস উল হক বিশ্বের সেরা ইউনিভার্সিটি এমআইটি (MIT)তে (Massachusetts Institute of Technology) তে স্নাতক (সম্মান) কোর্সে পড়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
ম্যাসাচুসেট্স ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়, যেটাকে পৃথিবীর সবথেকে মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়।
এমআইটি বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো সব সময়ই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম হয়। এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন বিশ্বের নামকরা সব শিক্ষক ও গবেষকবৃন্দ। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় এর পরিচিতি বিশ্বব্যপী। নোবেল বিজয়ীদের মধ্যে ৭৬ জনই এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।
এর আগেও চাঁদপুরে নাফিস উল হক বিশ্বের বিভিন্ন দেশে নিজেকে যাচাই করেছেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড ২০২২-এ ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এছাড়াও ২০২১ সালের আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডেও পদক জেতেন তিনি; যেটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল।
সামাজিক যোগাযেগ মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক মাশরুফ হোসেন তার আইডিতে খবরটি প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পরে।
তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, ‘চাঁদপুর সরকারী কলেজ থেকে এমআইটি! ইয়া আল্লাহ ! করছে কি এই ছেলে। আল্লাহ নাফিস উল হকের সম্মান আরো বাড়িয়ে দিক, আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রত্নগুলা এভাবেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক।’
চাঁদপুরের একটা সরকারি কলেজ থেকে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া সত্যিই বিস্ময়কর। নাফিস উল হক তার নিজের কাজটা করেছেন। পরিশ্রম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। তাকে অভিনন্দন। তার এই পথচলা সকলের কাছে অনুপ্রেরণা হোক।
Discussion about this post