শিক্ষার আলো ডেস্ক
আগামী শিক্ষাবর্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে ইউজিসি থেকে একটি নির্দেশনা দেওয়া হবে। আজ সোমবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন, আমরা চেষ্টা করবো যেন আগামী শিক্ষাবর্ষ থেকেই সবগুলো বিশ্ববিদ্যালয়কে একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আওতায় আনতে পারি।আমরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি দেখবো। তারা কীভাবে শিক্ষার্থী ভর্তি করেন সেটি পর্যালোচনা করবো। এরপর একটি নীতিমালা তৈরী করবো।
এর আগে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ক্রটিমুক্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে ইউজিসিতে এক সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টদের প্রতি দেশবাসীকে চমৎকার একটি ভর্তি পরীক্ষা উপহার দেওয়ার আহ্বান জানান।
Discussion about this post