শিক্ষার আলো ডেস্ক
এই বছর ৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরাই এই স্বর্ণপদক পাচ্ছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা রবিবার (৩০ এপ্রিল) ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় সর্বোচ্চ ১১ জন স্বর্ণপদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সর্বোচ্চ ৯ জন করে রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।
এবার ৩২টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ব্যতীত) মোট ১৭৩ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে মোট তিনজন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ব্যতীত) স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা এই স্বর্ণপদক পাবেন।
আর জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী একজন করে এই স্বর্ণপদক পাবেন।
তাছাড়া স্থায়ী সনদ প্রাপ্ত বেসরকারি বিদ্যালয়গুলো থেকে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী একজন এই স্বর্ণপদক পাবেন। এছাড়া স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী থেকে একজন এই স্বর্ণপদক পাবেন।
এবার এই দুটি স্বর্ণপদক পাচ্ছেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-
আরবি বিভাগের মহিউদ্দিন ( ৩.৯৬), পরিসংখ্যান বিভাগের মো. মোদ্দাসসির হোসাইন আকিব (৩.৯৯), আইন বিভাগের আব্দুর রহমান মজুমদার (৩.৮২), একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের আকিদুর রহমান (৩.৯৩), ফার্মাসি বিভাগের ফারিয়া তাসনিম (৩.৯৭), ইকোনমিকস বিভাগের শেখ আতিয়া ইসলাম (৩.৯৯), ইইই বিভাগের স্বপ্নীল সায়ান শাহা (৩.৯৪), সমুদ্রবিজ্ঞান বিভাগের জেরিন তাসনিম (৩.৯৫), জিনতত্ত্ব ও জীবপ্রকৌশল বিভাগের শায়ান শাহরিয়ার (৪.০০), হিস্ট্রি অব আর্টসের ঈশিতা শারমিন সায়মা (৩.৭২), চিকিৎসাবিজ্ঞান বিভাগের দেবলিনা সরকার মেধা (১৩৩২/১৫০০)।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অমিত কুমার মন্ডল ( ৩.৯০), ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের মোছাঃ হোসনেয়ারা আক্তার (৩.৮৫), জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের সাবনীল বিশ্বাস (৩.৯৭), স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (পিইএসএস) বিভাগের মো. রায়হান চৌধুরী (৩.৬৯), বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের মো. ইসমাইল (৩.৮২), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান (৩.৬১)।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন-
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার(৩.৯৭), ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরে জাহান তাহিন (৩.৪৬), প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোছা. তাসলিমা আক্তার (৩.৮২), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাসপিয়া সালাম (৩.৮৮) এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিপা আক্তার (৩.৯৮)।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন-
ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মো. সাগর ইসলাম (৩.৯১) , বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মো. ইসমাঈল হোসেন হৃদয় (৩.৯),কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া বিনতে রফিক (৩.৮৬), সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিতু রানী রায় (৩.৯) ,আইন অনুষদের আইন বিভাগের মাহমুদা আমির ইভা (৩.৭৬), লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার (৪.০০)। মনোনীত শিক্ষার্থীদের সবাই ২০১৪-১৫ সেশনের ও বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-
আরবি বিভাগের হাসমোতুল্লা (৩.৯১), আইন বিভাগের আফসান এলাহি (৩.৮২), পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া (৩.৯৮), ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী (৩.৯১), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুসতাকিম খান (৩.৮২), বোটানি বিভাগের ইসরাত জাহান ইলা (৩.৯৬), এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি (৩.৯৭), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরিফুল ইসলাম (৩.৮৭) এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মনিকা আমেলিয়া (৩.৮৬)।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-
কলা অনুষদভুক্ত থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মনিষা হাজং (৩.৮৫), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ইইই বিভাগের শিক্ষার্থী সন্দীপ দেবনাথ (৩.৮৫), ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা তমা (৩.৯৫) এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জারমিনা রহমান (৩.৮২)।
স্বর্ণপদকের জন্য মনোনীত দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেন- আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অনুষদের আলিজা শারমিন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকে সিজিপিএ ৩.৯৯২ অর্জন।ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শামস তাসনিম সিনথিয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকে সিজিপিএ ৪.০০ অর্জন করেছেন।
Discussion about this post