শিক্ষার আলো ডেস্ক
ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষাকেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
জনসংযোগ কর্মকর্তা আরও জানান, ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন উপকূলীয় স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ সংশ্লিষ্টদের স্কুলগুলো বন্ধ বা খোলা নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদ্রুত এলাকার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । কারণ ঝড়ের মধ্যে কত দিন বন্ধ রাখা যাবে তা এখনই বলা যাচ্ছে না।
Discussion about this post