শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজ রোববার ও আগামীকাল সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা যাছাই করে আজ রবিবার (১৪ মে) এ সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এটি নির্ভর করবে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর।
এদিকে, ঘূর্ণিঝড়টি কক্সবাজারের সন্নিকটে এসে পৌঁছেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে। আজ দুপুর ১২ টা থেকে ২ টা নাগাদ এটি বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে, বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর জেলার উপর এর ভয়াবহ তান্ডব চলতে পারে বলে জোর আশংকা করছে আবহাওয়া দপ্তর! এতে করে হাজার হাজার পরীক্ষার্থীর লেখাপড়া চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে এটা নিশ্চিত। তাই পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ দাবী জানিয়েছেন কেবল ১৬ তারিখ নয় , পুরো ভর্তি পরীক্ষাটিই কিছু সময়ের জন্য পেছানো হোক।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বেনু কুমার দে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে আজ রবিবার ও কাল সোমবারের বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের একটি সুত্র জানায় ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা বেশী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে এ বছরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ও বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এ ছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে।
Discussion about this post