শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ প্রস্তাব জানানো হয়েছে।
এবার দেশের শিক্ষাখাতে বাজেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে । শিক্ষাখাতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাব করা হয়েছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। যা বিগত ২০২২-২৩ অর্থবছরের চেয়ে বেড়েছে ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি।
২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ খাতে প্রায় ৮৭৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।
একই অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ খাতে প্রায় ২ হাজার ৮৭৭ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা।
এছাড়া আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ খাতে প্রায় ২ হাজার ৯৬২ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা।
Discussion about this post