শিক্ষার আলো ডেস্ক
বিভিন্ন ক্যাটাগরিতে দেশসেরা হলেন ঢাকার বাইরের চার শিক্ষার্থী ও চারজন শ্রেণিশিক্ষক। গত সপ্তাহ ধরে চলা জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। তাদের সবাই ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের। এ ছাড়া আরও কয়েকটি শ্রেণিতে শ্রেষ্ঠ হয়েছেন বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত রোববার (১৮ জুন) তাদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৯ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এর আগে ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের নির্বাচিত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা) উপলক্ষ্যে সারা দেশে কয়েক ধাপের প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠদের বাছাই করা হয়।
শ্রেষ্ঠ চার শিক্ষার্থী নির্বাচিত হলেন যারা :
এবার শ্রেষ্ঠ চার শিক্ষার্থী হলো বিদ্যালয় পর্যায়ে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবাহ বিনতে বায়েজিদ, কলেজ পর্যায়ে রাজশাহী কলেজের মোসা. আফরা মেহজাবীন, মাদ্রাসা পর্যায়ে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসার ছাত্র মো. রহমাতুল্লাহ ও কারিগরি পর্যায়ে রংপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্র মো. রাগীব ইয়াসির রোহান।
শ্রেষ্ঠ চার শিক্ষক নির্বাচিত হলেন যারা :
ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হোসনে আরা বেগম এবার বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হয়েছেন। এ ছাড়া কলেজ পর্যায়ে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. জুলফিকার হায়দার, মাদ্রাসা পর্যায়ে রংপুরের ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার প্রভাষক মো. মিজানুর রহমান ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হয়েছেন কুমিল্লার আফজল খান কারিগরি ও কমার্স কলেজের শিক্ষক মো. নিজামুদ্দীন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছেন যারা :
শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান হয়েছেন বিদ্যালয় পর্যায়ে ঢাকার মিরপুরের মডেল একাডেমির শুভাশীষ কুমার বিশ্বাস, কলেজ পর্যায়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যাপক জুবাইদা আয়েশা সিদ্দিকা, মাদ্রাসা পর্যায়ে কুষ্টিয়ার সদরের আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদরাসার হাফেজ মোহা. আবদুল করিম ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রুহুল আমিন।
সেরা চারটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হলো :
সেরা চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যালয় পর্যায়ে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কলেজ পর্যায়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মাদ্রাসা পর্যায়ে বাগেরহাটের রামপালের ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এবং শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।
Discussion about this post