শিক্ষার আলো ডেস্ক
এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ থাকলেই সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসায় ‘ইবতেদায়ি প্রধান‘ পদে নিয়োগ দেওয়া হবে।অর্থাৎ নিবন্ধন সনদ থাকলে কোনও রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানা যায়।
মাদ্রাসা শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সংযুক্ত মাদ্রাসায় ইবতেদায়ি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) স্তরে ‘ইবতেদায়ি প্রধান’ হিসেবে সনদ থাকলেই নিয়োগ পাবেন শিক্ষকরা। এর আগে আট বছরের অভিজ্ঞতা ছাড়া ‘ইবতেদায়ি প্রধান’ হিসেবে নিয়োগ পাওয়ার কোনও সুযোগ ছিল না।
গত রবিবার (২ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বলেন, সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসায় ‘ইবতেদায়ি প্রধান’ হিসেবে নিবন্ধন সনদ থাকলেই নিয়োগ দেওয়া যাবে এমন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ২০১৮ সালের নীতিমালার (সংশোধিত) ৩১ অনুচ্ছেদ অনুযায়ী এ সুযোগ ছিল না।
গত ২২ জুন অধিদফতর থেকে সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলীর সই করা গত ২১ জুনের অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর, ২০২০ সাল পর্যন্ত সংশোধিত) এর ৩১ অনুচ্ছেদে বর্ণিত ইবতেদায়ি প্রধানের যোগ্যতা ও অভিজ্ঞতা অপরিবর্তিত থাকবে। তবে যে সব প্রার্থী ইতোমধ্যে এ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ লাভ করেছেন, তাদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি এ পদে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে।
২০১৮ সালের (সংশোধিত) নীতিমালায় ইবতেদায়ি প্রধানের যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে উল্লেখ ছিল—ইবতেদায়ি প্রধান হতে হলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল ডিগ্রি/স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমান ডিগ্রি অথবা ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাগুলো থেকে ফাজিল বা সমমান ডিগ্রি থাকতে হবে। ইবতেদায়ি মৌলভী পদে আট বছরের অভিজ্ঞতা (তবে সমপদে ইনডেক্সধারীদের বয়স শিথিলযোগ্য) থাকতে হবে।
Discussion about this post