শিক্ষার আলো ডেস্ক
আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবন থেকে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ । সে তুলনায় এ বছর পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ।
শুক্রবার (২৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ দশমিক ৪৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে দশমিক শতাংশ, দিনাজপুর বোর্ডে দশমিক শতাংশ, রংপুর বোর্ডে দশমিক শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের ৮৬ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
যেভাবে ফল দেখা যাবে:
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন প্রবেশের মাধ্যমে রেজাল্টশিট ডাউনলোড করা যাবে। বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েও পরীক্ষার্থীরা ফল দেখতে পারবে। এ ছাড়াও মোবাইলে এসএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল, বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস দেওয়া হলে ফিরতে মেসেজে ফল চলে আসবে।
Discussion about this post