শিক্ষার আলো ডেস্ক
নতুন শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে থাকছে না ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আলোচিত-সমালোচিত অনুসন্ধানী পাঠ বইটি। অনুসন্ধানী পাঠের সমালোচিত বিষয় বাদ দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুশীলনী পাঠেই থাকবে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, বইয়ের সংখ্যা কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
আর গবেষকরা বলছেন, নতুন শিক্ষাক্রম চালুর আগে যথাযথ প্রক্রিয়ায় পাইলটিংসহ যাচাই-বাছাইয়ের অভাবে বাদ দিতে হচ্ছে পাঠ্যবই।
চলতি শিক্ষাবর্ষে ৬ষ্ট ও ৭ম শ্রেণিতে চালু হয় নতুন শিক্ষাক্রম। যুক্ত হয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ নামের দুইটি বই। অনুসন্ধানী পাঠে বিবর্তনবাদসহ বেশ কিছু বিষয় নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ফলে দুই মাসের মাথায় ফেব্রুয়ারিতে বই দুটি প্রত্যাহার করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে অন্যান্য বইয়ের সঙ্গে বইটির নানা অংশের সংশোধনী প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
তবে প্রত্যাহার ও সংশোধনীর পর এবার আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অনুসন্ধানী পাঠ বইটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। তবে থাকবে অনুশীলন পাঠ। প্রাচীন ইতিহাস ও সভ্যতার স্থলে গুরুত্ব পাবে আধুনিক ইতিহাস।
সমালোচিত অংশ বাদ দিয়ে অনুসন্ধানী পাঠের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অনুশীলনী পাঠেই সন্নিবেশ করা হবে বলে জানায় এনসিটিবি।
Discussion about this post