শিক্ষার আলো ডেস্ক
সুনামগঞ্জ কারাগারে থেকে মুক্তি পেয়েছেন টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থী। তবে শিক্ষার্থীদের মধ্যে দুইজন শিশু ছিল, তাদের জন্যও জামিনের প্রার্থনা করা হয়েছে। এই শিশুদের শুনানি হবে শিশু আদালতে।
বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছালে রাত সাড়ে ১০টার দিকে জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন ও শিক্ষার্থীরা।
তবে এ সময় কোনো শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। কারা ফটকের সামনে তাদের জন্য পূর্ব থেকে প্রস্তুত রাখা বাসে উঠে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
এর আগে দুপুর ১টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, আদালত সন্তুষ্ট হয়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকার বন্ডে মুক্তি প্রদান করেছেন। এর মধ্যে দুইজন শিশু আছে, তাদের জন্যও জামিনের প্রার্থনা করা হয়েছে। এই শিশুদের শুনানি হবে শিশু আদালতে। আজকেই শুনানি করব, আশা করছি আমরা ন্যায়বিচার পাব।
সুনামগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার আগে বুয়েট শিক্ষার্থী সাকিব শাহরিয়ারের বাবা জামাল উদ্দিন চৌধুরী সব অভিভাবকের পক্ষে উপস্থিত সাংবাদিকের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, আদালত আমাদের সন্তানদের জামিন দিয়েছেন; এজন্য আমরা খুশি। আমরা আদালতের কাছে ন্যায় বিচার চাই এবং এ মামলাটা দিয়ে যেন আর কোনো হয়রানি করা না হয়। মামলাটা যেন খারিজ হয়ে যায় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি।
উলেখ্য, সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রবিবার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। তাদের আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণ করেন।
Discussion about this post