শিক্ষার আলো ডেস্ক
আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চট্টগ্রাম, বান্দরবান,রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বৃষ্টির কারণে ক্লাস বন্ধ থাকবে।
তিনি জানান, চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আগামী বুধবার (৯ আগষ্ট) ও বৃহস্পতিবার (১০ আগষ্ট) চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকবে।
এর আগে জলাবদ্ধতার কারণে আজ মঙ্গলবার (৮ আগস্ট) শুধু চট্টগ্রাম মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
Discussion about this post