শিক্ষার আলো ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে পরিচালিত ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত দুই বছরব্যাপী ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রমে অংশ নিচ্ছেন ২০০ জন বাংলাদেশি শিক্ষার্থী। এসব শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
গত বুধবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের নতুন ব্যাচের শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
মার্কিন দূতাবাস বলছে, এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী হওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্থানীয় মাদ্রাসা, সরকারি ও কারিগরি বিদ্যালয়ের এ শিক্ষার্থীদের প্রশংসা করেন রাষ্ট্রদূত। এসময় তিনি ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রম বাস্তবায়নে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে অংশীদারিত্ব করার জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার এবং জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
দূতাবাস আরো জানায়, ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রমটি দুই বছরের নিবিড় কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারী ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা নিজেদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর পাশাপাশি আমেরিকার সংস্কৃতি সম্পর্কে জানাসহ বিষয়ভিত্তিক বিশ্লেষণমূলক চিন্তার দক্ষতা ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ পান। ফলে এখানে অংশ নেওয়া আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরা পরবর্তীতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলকভাবে এগিয়ে যান।
প্রসঙ্গত, ২০০৪ সালে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Discussion about this post