শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের নিহত ছাত্রী সাবেকুন নাহার সনির মা’য়ের হাতে সহযোগিতা হিসেবে ৪০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার।
২০০২ সালের ৮ জুন সনি বুয়েটে টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।
সনি’র পরিবারকে এর আগেও ১০ লাখ টাকা বুয়েট থেকে অনুদান প্রদান করা হয়। এছাড়াও তার নামে বুয়েটে একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে ‘সাবেকুন নাহার সনি হল’। এসব উদ্যোগে সনি’র মা সন্তোষ প্রকাশ করেন ও বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সনি ছাড়াও বুয়েটের আরো দুইজন শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থানকালীন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ২০১৩ সালে বুয়েটের নজরুল ইসলাম হলে নিজ কক্ষে ধর্মান্ধ-মৌলবাদীদের চাপাতি হামলায় নিহত হন ২০০৯ ব্যাচের যন্ত্রকৌশলের শিক্ষার্থী আরিফ রায়হান দিপ এবং ২০১৯ সালে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ।
আরিফ রায়হান দিপের পরিবারের জন্য ইতোমধ্যে ৫০ লাখ টাকা এককালীন অনুদান দিয়েছে বুয়েট। এছাড়াও দিপ হত্যা মামলার পরবর্তী আইনী কার্যক্রমের পরিচালন ব্যয় বহন করা হবে বলে বুয়েটের উপাচার্য জানিয়েছেন। আবরারের পরিবারের জন্য প্রতিমাসে ৮৩ হাজার টাকা করে অনুদান দিচ্ছে বুয়েট।
Discussion about this post