শিক্ষার আলো ডেস্ক
২০২৪ সালের এপ্রিল থেকে ৩০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার। এ বৃত্তি পাবেন বিদেশে পড়ুয়া শিক্ষার্থীরা। এটি হলে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী এ নতুন বৃত্তির আওতায় আসবে বলে জানা গেছে। শিক্ষার্থীদের অর্থনৈতিক সক্ষমতা বুদ্ধি এবং অর্থনৈতিকভাবে সাহায্য করতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, করোনা মহামারির আগে ২ লাখ ২২ হাজার জাপানি শিক্ষার্থী বিদেশে পড়ছিলেন। দেশটিতে বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি করতে বৃত্তি বাড়ানো হচ্ছে। ২০৩৩ সালের মধ্যে ৫ লাখ জাপানি শিক্ষার্থীর বিদেশে অধ্যয়নের লক্ষ্যে দেশটি এমন উদ্যোগ নিতে যাচ্ছে।
এছাড়া, শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামে স্বল্প মেয়াদে বিদেশে থাকা এই শিক্ষার্থীরা প্রতি মাসে এক লাখ ইয়েন পান। আগামী অর্থবছরে এর সঙ্গে আরো ৩০ হাজার ইয়েন পাবেন জাপানি শিক্ষার্থীরা। আগামী বছরের এপ্রিল থেকেই এ কার্যক্রম শুরু হবে।
নতুন এ উদ্যোগ জাপানের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য, যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। স্নাতক ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীরা মাসে ১ লাখ ১৮ হাজার ইয়েন পর্যন্ত বৃত্তি এবং স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ুয়া শিক্ষার্থীরা মাসে ১ লাখ ৪৮ হাজার ইয়েন পর্যন্ত বৃত্তি পাবেন।
Discussion about this post