শিক্ষার আলো ডেস্ক
সারাদেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়ন এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ে অধিক স্কোর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়(বশেমুরকৃবি)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ইউজিসির প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়নে পূর্ণাঙ্গ স্কোর অর্থাৎ শতভাগ সম্পন্ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। শাবিপ্রবির প্রাপ্ত স্কোর ৯৭.৯১% এবং ৯৫.৯৭% স্কোর পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া ৯৫.৪৭% স্কোর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ৯৪.৯৫ % স্কোর পেয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে।
তালিকায় ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম অবস্থানে রয়েছে যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জবির প্রাপ্ত স্কোর ৯৪ দশমিক ৫৮ শতাংশ, বাউবি ৯১ দশমিক ৩৬ এবং ডুয়েটের প্রাপ্ত স্কোর ৯০ দশমিক ৬৬ শতাংশ।
Discussion about this post