শিক্ষার আলো ডেস্ক
নির্দিষ্ট হারে ভাতা দিয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ রেখে একটি নীতিমালার অনুমোদন দিয়েছে সরকার।
আজ সোমবার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা, ২০২৩’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নীতিমালার আলোকে এখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, মন্ত্রণালয়ে, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতি বছর শিক্ষার্থীদের ইন্টার্ন করার সুযোগ দেওয়া হবে। সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট ঠিক করে দেবে। সেখানে শিক্ষার্থীদের একটা ভাতাও দেওয়া হবে। তারা কী কাজ করবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে তাদের সঙ্গে বসবেন। তিন থেকে ছয় মাস মেয়াদে তারা কাজ করবেন।
সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য নীতিমালা করা হলেও প্রধানমন্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানেও এই সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, এই নীতিমালাটা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, সব বেসরকারি এবং শিল্প প্রতিষ্ঠানে যেন এই সুযোগটা থাকে। সে অনুযায়ী নীতিমালাটি পুনর্গঠন করা হবে।
নীতিমালার জন্য যোগ্যতার বিষয়ে তিনি বলেন, একেকটা প্রতিষ্ঠানের চাহিদা একেক রকম, সে অনুযায়ী সুযোগ দেওয়া হবে। এটা ওই প্রতিষ্ঠান ঠিক করবে যে, তাদের কী ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী দরকার।
Discussion about this post