শিক্ষার আলো ডেস্ক
সরকারি মেডিকেল কলেজগুলোতে আরও ১ হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে আগামী বছর থেকে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হবে আরও ১ হাজার শিক্ষার্থীর। এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ আছে ৩৭টি। প্রতি বছর এমবিবিএস ভর্তির সুযোগ পায় ৪ হাজার ৩শ’ ৫০ জন শিক্ষার্থী। সম্প্রতি সরকারি মেডিকেলে আরও ১ হাজার আসন বাড়ানোর প্রস্তাব করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এর অনুমোদনও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে সরকরি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন আরও ১ হাজার ৩১ শিক্ষার্থী।
স্বাস্থ্য শিক্ষা অদিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া বলেন, এমবিবিএস শিক্ষার্থী যখন ভর্তি হয়, তখন রোগীকে দেখে শিক্ষাগ্রহনের দরকার হয়। আসন সংখ্যা বাড়ালে উপকার হবে, সেটা হলো- আমাদের দেশেরই একজন সন্তান কম খরচে বেশি রোগী দেখে তারা এমবিবিএস পড়ালেখা করতে পারবে। এছাড়াও আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষক সংখ্যাও বৃদ্ধি করতে হবে।
মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মেডিকেলে আসন বাড়বে কমপক্ষে ৮ থেকে ১০টি করে। সবচেয়ে বেশি আসন বাড়বে মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে। তবে অনেক মেডিকেল কলেজে চরম শিক্ষক সঙ্কট থাকা স্বত্ত্বেও আসন বাড়ছে। তাই শিক্ষক সঙ্কট দূর করাটাও গুরুত্বের সাথে দেখতে হবে।
তথ্য অনুযায়ী সরকারি মেডিকেলের চাইতে বেসরকারিতে আসন বেশি আছে ২ হাজার। এদিকে সরকারি মেডিকেলে আসন বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সেইসাথে অবিলম্বে শিক্ষক সঙ্কট দূর করার তাগিদও তাদের।
Discussion about this post