শিক্ষার আলো ডেস্ক
বৃহস্পতিবার (১২ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিকের সব ক্লাস এক শিফটে নিয়ে আসা হবে। একইসঙ্গে প্রাথমিকের নতুন কারিকুলামের পাঠদান দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। লেখাপড়ার মান বাড়াতে ও বাচ্চাদের হাসিখুশি রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনগুলো ঠিক করছি। যাতে করে সব ক্লাস এক শিফটে নিয়ে আসা যায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার সময় অনেক অভিভাবক সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। এজন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যাও কমে গেছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাচ্চাদের বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি আমরা। পরে মন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্ণার, শেখ রাসেল কর্ণার, রিসোর্স সেন্টারসহ বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post