শিক্ষার আলো ডেস্ক
স্টার্টআপ সংস্কৃতির বিকাশ এবং দেশের তরুণদের আরো বেশি উদ্যোক্তা হতে সহায়তা করার লক্ষ্যে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’। এর মধ্যে তিনটি ইনোভেশন হাব পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। সেগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইইই) ইনোভেশন হাব।
আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) ইনোভেশন হাবগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানস্থলে যুক্ত হবেন তিনি। একই সঙ্গে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজ শুরু হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীন ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের (ডিড) আওতায় ‘স্মার্ট ইউনিবেটর’ শীর্ষক এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, একই অনুষ্ঠান থেকে দেশের সাত জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জেলাগুলো হলো- নাটোর, কুমিল্লা, নেত্রকোনা, সিলেট, মাগুরা, চট্টগ্রাম ও রংপুর।
Discussion about this post