শিক্ষার আলো ডেস্ক
৪৬তম নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির প্রথম দিনেই প্রকাশ করতে নানা কার্যক্রম চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি চাইছে, বছরের প্রথম দিন যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তেমনি বছর শেষ হতে হতে ওই বিসিএসের কার্যক্রম শেষ হবে। এ লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিএসসি।
জানতে চাইলে পিএসসির একাধিক সুত্র জানান, ‘বছরের প্রথম দিনে আমরা ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাতে আবেদনের নির্দিষ্ট সময় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতেই প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার সম্ভাব্য তারিখ লেখা হতে পারে। যেন একটি ডেডলাইন ধরে পিএসসি সবকিছু করতে পারে। এ ছাড়া বছর শেষ হতে হতে যাতে ওই বিসিএস শেষ করা হয়, এ লক্ষ্য নিয়ে কাজ করবে পিএসসি।’
ওই সূত্র জানায়, ৪৫তম বিসিএস থেকে না হলেও ৪৬তম বিসিএস থেকে এক বর্ষপঞ্জিতে একটি বিসিএস শেষ করতে চায় পিএসসি। এজন্য প্রতি ছয় মাস অন্তর একটি করে বিসিএসের ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এবারের বিসিএসের বিজ্ঞপ্তিতে বয়সে কিছুটা ছাড় দেওয়া হবে উল্লেখ করে একজন সদস্য বলেন, ‘আমরা এই বিসিএসে বয়সে ছাড় দিচ্ছি। যেহেতু এই বিসিএসের কার্যক্রম বা বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশের জন্য নির্ধারিত ছিল, তাই ৩০ নভেম্বরে যাঁদের বয়স ৩০ হয়ে যাবে, তাঁরাও জানুয়ারিতে প্রকাশিতব্য ৪৬তম বিসিএসে আবেদন করতে পারবেন। এটা শুধু এবারের জন্যই রাখা হচ্ছে। সামনের বিসিএসগুলোয় আর এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। ’
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘৪৬তম বিসিএস থেকে জানুয়ারি টু ডিসেম্বর আমরা প্রত্যেকটা পরীক্ষা শেষ করার পরিকল্পনা করা হয়েছে। আমরা সবকিছু গুছিয়ে এনেছি। ৪৬তম বিসিএসের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমরা কাজ করছি । আশা করি, আগামী বছরের শুরুর দিনে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’
Discussion about this post