নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি নানা উদ্যোগ তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আরও বেশি সংখ্যক মানুষকে চিকিৎসার আওতায় আনতে চট্টগ্রামে দিনে ৫০০ নমুনা পরীক্ষার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অঞ্চলের করোনা পরিস্থিতি এখনও ভালো। তবে গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা এখানে তিনগুন বেড়েছে। কয়েকজন মারাও গেছেন। এ অবস্থায় নমুনা পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে।
তিনি বলেন, বিআইটিআইডি, সিভাসু, চমেকের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) করোনার নমুনা পরীক্ষার ল্যাব চালুর চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ। কিছুদিনের মধ্যেই সেটি চালু করা হবে। সব মিলিয়ে চট্টগ্রামে দিনে অন্তত ৫০০ নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে চাই আমরা।
হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি ভেন্টিলেটরসহ আইসিইউ চালু করা হয়েছে। হলিক্রিসেন্ট হাসপাতালের ২০টি আইসিইউ ইউনিট সরকারি ব্যবস্থাপনায় করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে। ৬০টি বেড আইসোলেশনের জন্য থাকবে।
নমুনা পরীক্ষার রিপোর্ট প্রাপ্তিতে সময়ক্ষেপণ বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নমুনা পরীক্ষার রিপোর্ট প্রাপ্তিতে সময় কমিয়ে ৪ দিনে নামিয়ে আনা হয়েছে। তবে এ সময়ে যিনি পরীক্ষার জন্য স্যাম্পল জমা দিয়েছেন তিনি যেন ঘরে থাকেন।
এসময় সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, বন্দর চেয়ারম্যান, ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বিআইটিআইডি’র পরিচালক, সিভিল সার্জন উপস্থিত ছিলেন।
Discussion about this post