শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাঁত ও মুখের চিকিৎসার সুযোগ বৃদ্ধিতে মেডিক্যাল সার্ভিসেস দফতরের অধীনে ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অফিসার্স কোয়ার্টারের দ্বিতীয় তলায় উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান লাল ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন।
এই ডেন্টাল ইউনিটে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দাঁত ও মুখের নানা চিকিৎসা সেবা প্রদান করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ওরাল হাইজিন ইন্সট্রাকশন, স্কেলিং, পলিশিং, রুট ক্যানেল ট্রিটমেন্ট, আক্বেল দাঁত তোলা, অ্যাবসেস ড্রেইনেজ, এসথেটিক ফিলিং, ইমপ্লান্টসহ নানা চিকিৎসা সেবা।
অনুষ্ঠানে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাঁত ও মুখের চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আলাদা ডেন্টাল ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটে বিশ্বমানের চিকিৎসার সরঞ্জামসমূহ আনা হয়েছে। আশা করছি নতুন এই চিকিৎসা সেবা চালুর মধ্য দিয়ে সকলের ভরসার জায়গায় পরিণত হবে এই ডেন্টাল ইউনিটটি।’ দাঁত ও মুখের চিকিৎসার বিষয়ে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান উপাচার্য।
এসময় ডেন্টাল ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, মেডিকেল সার্ভিসেস দফতরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
Discussion about this post