শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি তৈরির কাজ শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত স্টেক হোল্ডারদের সভায় এসব আলোচনা করা হয়।
সভা সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞার দপ্তরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এ বিষয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় উপস্থিত কয়েকজন অধ্যাপক বলেন, ‘প্রাথমিকভাবে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল ঘোষণা হলে জানুয়ারির শেষ সপ্তাহেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। আমরা আগামীকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এ বিষয়ে পুনরায় আলোচনা করবো। নির্বাচনের তফসিলের উপর অনেক কিছু নির্ভর করছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে , আগামী ডিসেম্বর মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত করা হবে। এরপর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা পেলে ডিসেম্বরের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানুয়ারির শেষ দিকে পরীক্ষা আয়োজন করা হতে পারে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। স্টেক হোল্ডারদের সভায় জানুয়ারির শেস সপ্তাহে পরীক্ষা আয়োজনের বিষয়ে সবাই মতামত দিয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত ফের আলোচনা করা হবে।
Discussion about this post