শিক্ষার আলো ডেস্ক
আগামী বছর অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের থেকে ১০ নম্বর কাটার পরিকল্পনা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নিয়ম অনুসারে ৫ নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কাটা হলেও এবার তা বৃদ্ধি করে ১০ নম্বর করা হতে পারে বলে জানা যায়।
পূর্বের নিয়ম অনুযায়ী, প্রথমবার সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার পর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষার্থীর ৭ দশমিক ৫ নম্বর কাটা হয়। আর যারা প্রথমবার কোথাও ভর্তির সুযোগ না পেয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে কাটা হয় ৫ নম্বর। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে ভর্তি থাকার পরও দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণকারীদের মোট জিপিএ নম্বর থেকে ১০ নম্বর কাটা হতে পারে।
আরও পড়ুন-এমবিবিএস ভর্তি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে আয়োজনের চিন্তাভাবনা
এই বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ‘যারা প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তারা প্রস্তুতির জন্য সেভাবে সময় পান না। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা এক বছর ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। এতে এক ধরনের বৈষম্য দেখা দেয়। সেজন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সেকেন্ড টাইমারদের থেকে ১০ নম্বর কর্তনের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা এ বিষয়ে বলেন, ‘এই বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে কিছু আলোচনা করা হয়েছে। গত শিক্ষাবর্ষেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।’
মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ’র উপর ৫ মার্ক কর্তন করা শুরু হয়েছিল ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে। আর প্রথমবার সরকারি কলেজে চান্স পেয়েছে এমন শিক্ষার্থী দ্বিতীয়বার আবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাইলে তার থেকে ৭.৫ নম্বর কর্তন করা হয়।
প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৬ হাজার ১৬৮ জন।
Discussion about this post