নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হবে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৮মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল রানা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় অন্যতম এই সম্মুখযোদ্ধাদের যারা এই ভাইরাসে আক্রান্ত হবেন, ইমপালস হাসপতালটি কেবল তাদের জন্যই বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও নির্দেশে রাজধানীর ইমপালস হাসপাতালে নভেল করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ও ইমপালস হাসপাতালের মধ্যে এ বিষয়ে একটি এমওইউ সই হয়েছে। আমরা আশা করছি, শিগগিরই এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে।
ইমপালস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. খাদিজা জুমা বলেন, পুলিশ সদস্যদের চিকিৎসা দিতে প্রাথমিকভাবে হাসপাতালটি আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ সই হয়েছে। তারা শনিবার (৯ মে) থেকেই এই হাসপাতালে ভর্তি হতে পারবেন।
এদিকে ডিএমপি সূত্রে জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এখন পযন্ত ১৪২৯ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ছয় পুলিশ সদস্য।
Discussion about this post